kalerkantho

ঢাকা উত্তরের দুই বাসায় এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা

কালের কণ্ঠ অনলাইন   

২২ আগস্ট, ২০১৯ ০৮:২২ | পড়া যাবে ১ মিনিটেঢাকা উত্তরের দুই বাসায় এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা

ফাইল ফটো

রাজধানীতে ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশার প্রজননস্থল পাওয়া গেলে জরিমানা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। গুলশানে দু’টি বাসায় এডিস মশার লার্ভা পাওয়ায় দুই লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

গতকাল বুধবার গুলশানে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

গুলশান ১ নম্বর এলাকার ১৯ নম্বর রোডের ২৯ নম্বর বাড়ি ও ২১ নম্বর রোডের ১৪ নম্বর বাড়িতে পাওয়া যায় এডিসের লার্ভা। বাড়ি দুটির মালিককে এক লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ভ্রাম্যমাণ আদালত ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদসহ চারটি দোকান মালিককে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন।

ডিএনসিসির বুধবারের অভিযানে মোট ২০১টি বাড়ি পরিদর্শন করে ১৫টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। তাদের সতর্ক করে দেয়া হয়েছে এবং ‘সাবধান এই বাড়িতে মশার লার্ভা পাওয়া গেছে’ লেখা স্টিকার লাগিয়ে দেয়া হয়েছে। ভবিষ্যতে এসব বাড়িতে এডিসের লার্ভা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা