kalerkantho

ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২০ আগস্ট, ২০১৯ ২০:১১ | পড়া যাবে ১ মিনিটেভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

পটুয়াখালীর গলাচিপায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখা।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার জাবি শাখার যুগ্ম আহ্বায়ক জয়নুল আবেদিন শিশির বলেন, ‘বাংলাদেশের মানুষকে ভয়ার্ত পরিবেশের মধ্যে রাখা হয়েছে। এর মধ্যে গুটিকয়েক মানুষ প্রতিবাদ করে আসছে। একইভাবে ডাকসুর ভিপি নুরুল হক নূরের ওপর বার বার নির্যাতন, নিপীড়ন ও হামলা করা হয়েছে।’

যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, ‘দেশের যেকোনো অন্যায়, অনিয়ম, দুর্নীতির প্রতিবাদ করি। যা সরকার ও ক্ষমতাসীনদের মাথাব্যথার কারণ। এজন্য ক্ষমতাসীন দল নানা ধরনের হামলা ও মামলা দিয়ে আমাদের দমিয়ে রাখতে চায়, আমাদের কণ্ঠ রোধ করতে চায়।’

মানববন্ধনে বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা