kalerkantho

সৌদিতে মারা গেলেন আরো এক বাংলাদেশি হাজি

কালের কণ্ঠ অনলাইন   

১৯ আগস্ট, ২০১৯ ০৯:০৪ | পড়া যাবে ১ মিনিটেসৌদিতে মারা গেলেন আরো এক বাংলাদেশি হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরবে মৃত্যু হয়েছে আরো এক বাংলাদেশি হাজির। স্থানীয় সময় রবিবার (১৮ আগস্ট) পবিত্র মক্কা আল-মুকাররমায় মারা গেছে তিনি। 

মৃত ওই হাজির নাম মো. রেজাইল হক খান (৭০)। তাঁর পাসপোর্ট নম্বর বিএম-০৮৫৬০৪১। গ্রামের বাড়ি জামালপুর সদরে। গত ৮ জুলাই আল ইমাম হজ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরের মাধ্যমে বিজি-৩২১১ ফ্লাইটে সৌদি আরব যান তিনি।

এ নিয়ে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মোট ৮৫ জন হজযাত্রী ও হাজির মৃত্যু হয়েছে। তাঁরা মারা গেছেন মক্কায় ৭৫, মদিনায় ৯ ও জেদ্দায় একজন। এঁদের মধ্যে ১০ জন নারী রয়েছেন। 

মন্তব্যসাতদিনের সেরা