kalerkantho

সৌদি আরবে আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১৮ আগস্ট, ২০১৯ ১৪:০৯ | পড়া যাবে ১ মিনিটেসৌদি আরবে আরও এক বাংলাদেশি হাজির মৃত্যু

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে শনিবার শাহাবউদ্দিন (৬৩) নামে এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা থানার রাজৈ গ্রামে।

তাঁকে নিয়ে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে হজের আগে ও পরে ৮৩ হজযাত্রী মারা গেছেন।

এর আগে শুক্রবার সড়ক দুর্ঘটনায় নিহত হন নুরুল ইসলাম (৭০)। তাঁর গ্রামের বাড়ি ফেনী সদরে।

এবারে বাংলাদেশি মৃত হজযাত্রীদের মধ্যে পুরুষ ৭৩ ও নারী ১০। মৃত্যুবরণকারী ৮৩ হজযাত্রীর মধ্যে ৭৩ জন মক্কায়, ৯ জন মদিনায় ও একজন জেদ্দায় মারা যান।

ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

শনিবার মৃত শাহাবউদ্দিনের পাসপোর্ট নম্বর-ইএ ০০৬৮৫৩৫। গত ৩ আগস্ট এআরএস ট্রাভেলেসের মাধ্যমে সৌদি আরবে গিয়ে হজ সম্পন্ন করেন তিনি।

এ বছর ১০ আগস্ট হজ অনুষ্ঠিত হয়। পবিত্র হজ পালন শেষে শনিবার থেকে তারা দেশে ফিরতে শুরু করেছেন। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব হজযাত্রীকে দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা