kalerkantho

অসাধু চামড়া ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে : রাঙ্গা

কালের কণ্ঠ অনলাইন   

১৭ আগস্ট, ২০১৯ ১৭:৩৫ | পড়া যাবে ১ মিনিটেঅসাধু চামড়া ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে : রাঙ্গা

চামড়া নিয়ে যারা কারসাজি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। তিনি বলেছেন, এতে হতদরিদ্র মানুষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাই হতদরিদ্রদের সহায়তা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

আজ শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রাঙ্গা বলেন, দেশে ডেঙ্গুর ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই সবাইকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য। যারা সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের এবং যারা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদেরও চিকিৎসা বিনামূল্যে করার দাবি জানান তিনি।

এর আগে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। সভায় সঞ্চালনা করেন পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। এতে পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা