kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

কালের কণ্ঠ অনলাইন   

১৪ আগস্ট, ২০১৯ ২০:৪১ | পড়া যাবে ১ মিনিটেরাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আজ বিকেলে বঙ্গভবনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সংবাদিকদের জানান, ‘এসময় রাষ্ট্রপতি ও স্পিকার একে অপরের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।’

প্রেস সচিব আরো জানান, স্পিকার রাষ্ট্রপতিকে সংসদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

এর আগে, স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বিকেল ৪ট ২০মিনিটের দিকে বঙ্গভবনে যান।

এ সময় রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা