kalerkantho

রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি                    

'গ্রামে এসে আদরের ছেলে-মেয়েকে হারালাম'

নড়িয়ায় পদ্মায় নিখোঁজ ভাই-বোনের মরদেহ উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

১৪ আগস্ট, ২০১৯ ১০:৩৩ | পড়া যাবে ১ মিনিটে'গ্রামে এসে আদরের ছেলে-মেয়েকে হারালাম'

ফাইল ফটো

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। তাঁদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে শরীফ ও মাহফুজা পদ্মা নদীতে গোসল করতে যায়। নদীতে সাঁতার কাটতে কাটতে গভীর পানিতে তলিয়ে যায় শরীফ। ভাইকে বাঁচাতে নদীতে নেমে বোন মাহফুজাও পানিতে তলিয়ে যায়। পরে রাতে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন শরীফ বেপারী (১৭) ও মাহফুজা আয়শা (৯)। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ডুবুরিরা তাদের মরদেহ উদ্ধার করে। তারা নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামের আব্দুল হক ব্যাপারীর ছেলে-মেয়ে। শরীফ ঢাকা বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও মাহফুজা মদিনানগর দাখিল মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক আকন্দ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের বাবা আব্দুল হক ব্যাপারী জানান, গ্রামে এসে আদরের ছেলে-মেয়েকে হারালাম। আমার সব শেষ হয়ে গেল।

তাদের গ্রামের বাড়ি শরীয়তপুরের নওপাড়ায়। তিনি একজন সিএনজি চালক। তার দুই ছেলে এক মেয়ে।

মন্তব্যসাতদিনের সেরা