রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি
রাজধানীর শাহজালাল বিমানবন্দরের সামনে দুই বাসের মাঝে চাপা পড়ে মো. সেলিম নামে ইনকাম ট্যাক্স অফিসের এক অফিস সহকারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মো. সেলিম উত্তরা ৪ নম্বর সেক্টরের কর অঞ্চল ৯, ইনকাম ট্যাক অফিসের অফিস সহকারী হিসেবে চাকরি করতেন। দক্ষিণ খান এলাকায় থাকতেন তিনি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া সাংবাদিকদের কাছে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।
মন্তব্য