kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

ঈদের ছুটিতে হাতিরঝিলে ভিড়

কালের কণ্ঠ অনলাইন   

১৩ আগস্ট, ২০১৯ ১১:৫৮ | পড়া যাবে ১ মিনিটেঈদের ছুটিতে হাতিরঝিলে ভিড়

ফাইল ফটো

ঈদের ছুটিতে যারা রাজধানীতে রয়েছেন তাদের অনেকেই পরিবার পরিজন নিয়ে বেড়াতে বেরিয়েছেন। তাঁদের মধ্যে বেশ বড় একটি অংশ ভিড় করেছেন রাজধানীর হাতিরঝিলে।

আজ মঙ্গলবার সকাল থেকেই হাতিরঝিলে আনন্দে মেতে ওঠেন অনেকেই।

গতকাল ঈদের দিন পশু কোরবানিকে কেন্দ্র করে ব্যস্ত ছিল রাজধানীবাসী। এরপর সন্ধ্যার পর থেকেই অনেকে ভিড় করেন হাতিরঝিলে। আজ সকালে এ ভিড় আরো বেড়েছে।

পরিবারের ছোট শিশুদের নিয়ে অনেকেই হাতিরঝিলে বেড়াতে এসেছেন। বিনোদনকেন্দ্র হিসেবে হাতিরঝিলে তেমন কোনো ব্যবস্থা না থাকলেও ওয়াটার বাস অনেককে আকর্ষণ করে। এছাড়া হাতিরঝিলে স্থাপিত রেস্টুরেন্টগুলোতেও ভিড় জমিয়েছেন অনেকেই।

হাতিরঝিলে বেড়াতে এসে শিশুরা ঈদ আনন্দে মেতে উঠেছে।

মন্তব্যসাতদিনের সেরা