kalerkantho

মঙ্গলবার। ২০ আগস্ট ২০১৯। ৫ ভাদ্র ১৪২৬। ১৮ জিলহজ ১৪৪০

বুড়িগঙ্গায় পানিতে ডুবে একজনের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

১৩ আগস্ট, ২০১৯ ০৭:৫৫ | পড়া যাবে ১ মিনিটেবুড়িগঙ্গায় পানিতে ডুবে একজনের মৃত্যু

ফাইল ফটো

রাজধানীতে বুড়িগঙ্গা নদীতে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে এক ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তির নাম শাহজাহান (৪৮)। তিনি ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা।

গতকাল রাত নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। একটি লঞ্চের ঢেউয়ের তোড়ে তিনিসহ চারজন নৌকা থেকে পড়ে যান। পরে তার লাশ উদ্ধার করা হয়। অন্য তিনজন সাঁতরে উঠে আসে।

সদরঘাট নৌ থানার ওসি রেজাউল করিম গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পরে খবর পেয়ে নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা শাহজাহানের লাশ উদ্ধার করে।

মন্তব্যসাতদিনের সেরা