kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

মগবাজারে বিস্ফোরণ দুই সাংবাদিক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক   

২৪ জুলাই, ২০১৯ ০০:৩৫ | পড়া যাবে ১ মিনিটেমগবাজারে বিস্ফোরণ দুই সাংবাদিক দগ্ধ

রাজধানীর মগবাজারে একটি দোকানে বিস্ফোরণে দুই সাংবাদিক দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে দোকান দেখতে গিয়ে দোকানের শাটার খুলে বৈদ্যুতিক সুইচ চালু করলে এই বিস্ফোরণ ঘটে। এতে দুজনের হাত ও মুখমণ্ডল দগ্ধ হয়। আহতরা হলেন এসএ টেলিভিশনের সহকারী বার্তা সম্পাদক মোস্তফা মনোয়ার সুজন (৪৪) ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের স্পেশাল করেসপনডেন্ট ফজলুল হক শাওন (৫৪)।

গুরুতর আহত অবস্থায় তাঁদের দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মেহেরুন্নেসা লিজা জানান, দুজনেরই মুখমণ্ডলসহ দুই হাত দগ্ধ হয়েছে। এর মধ্যে শাওনের শ্বাসনালিসহ ২৪ শতাংশ ও সুজনের ১১ শতাংশ পুড়েছে।

জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে তাঁরা দুজন মগবাজার চৌরাস্তায় তাঁদের এক বন্ধুর দোকান দেখতে যান। দোকানের শাটার খুলে বৈদ্যুতিক সুইচ অন করলে বিস্ফোরণ ঘটে। পরে ঘরোয়া হোটেলের এক কর্মচারী তাঁদের উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে যান।

মন্তব্যসাতদিনের সেরা