শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১
নিহত তাছলিমা বেগম রেনু
রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাছলিমা বেগম রেনু নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় আরো দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ছয়জন গ্রেপ্তার হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাতে বাড্ডা এলাকা থেকে সর্বশেষ কামাল ও আবুল কালাম আজাদ নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গণপিটুনির ঘটনায় কামাল ও আবুল কালাম আজাদ নামে আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে।
তিনি জানান, গণপিটুনির ঘটনায় মোবাইলে ধারণকৃত একটি ফুটেজ দেখে তাদের গ্রেপ্তার করা হয়। জড়িত অন্যদের শনাক্তপূর্বক গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য