kalerkantho

শুক্রবার । ২৩ আগস্ট ২০১৯। ৮ ভাদ্র ১৪২৬। ২১ জিলহজ ১৪৪০

বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আগস্টে

নিজস্ব প্রতিবেদক   

২২ জুলাই, ২০১৯ ০২:৪৮ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আগস্টে

বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে দিল্লিতে। আগামী ৭ আগস্ট এ বৈঠক হওয়ার কথা। দ্বিতীয় মেয়াদে ভারতে বিজেপি ক্ষমতায় আসার পর এটাই হবে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠক। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে বাংলাদেশের ১৬ সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। অন্যদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে প্রতিনিধিদল যোগ দেবে। আগামী ৬ আগস্ট বাংলাদেশের প্রতিনিধিদল ভারতে যাবে। ৭ আগস্ট দুই স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক হবে। 

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। বাংলাদেশ সীমান্ত হত্যা বন্ধ করার জোর দাবি জানাবে। এ ছাড়া সীমান্ত অপরাধ রোধসহ নানা বিষয়ে কথা হবে বৈঠকে।

মন্তব্যসাতদিনের সেরা