kalerkantho

শুক্রবার । ২৩ আগস্ট ২০১৯। ৮ ভাদ্র ১৪২৬। ২১ জিলহজ ১৪৪০

বাকি না দেওয়ায় ছুরিকাঘাত, আহত গৃহিণীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

২২ জুলাই, ২০১৯ ০২:২৫ | পড়া যাবে ২ মিনিটেবাকি না দেওয়ায় ছুরিকাঘাত, আহত গৃহিণীর মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণ কমলাপুরের কালভার্ট সড়কের একটি টিনশেড বাসায় থাকতেন ডলি আক্তার (৫০) নামের এক গৃহিণী। তিনি নিজের ঘরে বসেই ভাত-তরকারি বিক্রি করতেন। আশপাশের রিকশাওয়ালা থেকে শুরু করে কম উপার্জনের লোকজন নিয়মিত খেত ডলির বাসায়। সেই ভাত বিক্রিই কাল হয়ে দাঁড়াল তাঁর। গত শনিবার বিকেলে হাসান (১৮) নামের এক ব্যক্তির কাছে পাওনা টাকা চাওয়ায় ডলিকে ছুরিকাঘাতে আহত করা হয়। গতকাল রবিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

ডলির স্বামী আতিবুল ইসলাম বলেন, ‘হাসান নামের এক ভবঘুরে প্রতিদিন ভাত খেতে আসত। তার কাছে কয়েক দিনের খাবারের ২৪০ টাকা বাকি পড়ে গিয়েছিল। শনিবার বিকেলে হাসান ভাত খেতে এলে আমার স্ত্রী আগের টাকা চায়। এ সময় হাসান তার কাছে কোনো টাকা না থাকার কথা জানায়। টাকা ছাড়া ভাত না দিতে চাইলে তার (হাসান) কাছে থাকা ছুরি দিয়ে ডলির বুকে ও মাথায় আঘাত করে পালিয়ে যায় হাসান।’

মতিঝিল থানার ওসি মো. ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, নিহতের স্বামী আতিবুল ইসলাম হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় হাসানকে আটক করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা