kalerkantho

সোমবার। ১৯ আগস্ট ২০১৯। ৪ ভাদ্র ১৪২৬। ১৭ জিলহজ ১৪৪০

আদালতের সামনে মিন্নির আইনজীবীরা

কালের কণ্ঠ অনলাইন   

২১ জুলাই, ২০১৯ ১২:৪২ | পড়া যাবে ১ মিনিটেআদালতের সামনে মিন্নির আইনজীবীরা

ছবি: সংগৃহীত

রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে আইনি সহায়তা দিতে বরগুনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে অবস্থান করছেন আইনজীবীরা।

আজ রবিবার (২১ জুলাই) সকালে আদালতের সামনে অবস্থান করছিলেন এ মামলার প্রধান আইনজীবী ও বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল বারী আসলামসহ আইনজীবীরা। এ সময় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সঙ্গে তাঁর দেখা করা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ধীরেন্দ্র দেবনাথ এখানকার এমপি। আমিও এখানকার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, আমাদের মধ্যে অনেক কথা থাকতে পারে। সেটা এই মামলার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। আমি অল্প কিছুক্ষণ সেখানে অবস্থান করেছি। মামলার বিষয়ে আমাদের মধ্যে নেগেটিভ বা পজেটিভ কোনো আলোচনা হয়নি।

এর আগে মিন্নিকে আইনি সহায়তা দিতে আইন ও সালিশ কেন্দ্রের চার সদস্য বরগুনা পৌঁছান। গতকাল শনিবার সেখানে পৌঁছে মিন্নির পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। এরপর অ্যাডভোকেট মাহবুবুল বারীকে প্রধান আইনজীবী হিসেবে নিয়োগ করেন। আজ রবিবার (২১ জুলাই) মিন্নির আইনজীবী আদালতে জামিন আবেদন করলে তা নাকচ হয়ে যায়।

মন্তব্যসাতদিনের সেরা