kalerkantho

শুক্রবার । ২৩ আগস্ট ২০১৯। ৮ ভাদ্র ১৪২৬। ২১ জিলহজ ১৪৪০

চট্টগ্রামে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ শুরু

কালের কণ্ঠ অনলাইন   

২০ জুলাই, ২০১৯ ১৬:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ শুরু

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম বিএনপির বিভাগীয় মহাসমাবেশ শুরু হয়েছে। প্রশাসনের ২৭ শর্ত মেনে বিএনপির বিভাগীয় মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।

আজ শনিবার বিকেল ৩টার দিকে চট্টগ্রামে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ইতোমধ্যে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ শাজাহান, বরকতউল্লাহ বুলু প্রমুখ উপস্থিত হয়েছেন।

সমাবেশের উদ্দেশ্যে ইতোমধ্যে বিভিন্ন জেলা, উপজেলা ও থানায় থেকে বিএনপি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রওনা হয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা