kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

মক্কায় আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

২০ জুলাই, ২০১৯ ১২:২০ | পড়া যাবে ১ মিনিটেমক্কায় আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। হজযাত্রীর নাম মো. আবদুল খালেক (৬৪)। আজ শনিবার তিনি মারা যান বলে গণমাধ্যমকে জানিয়েছেন মক্কার হজ কাউন্সেলর মাকসুদুর রহমান।

নিহত খালেক বরিশাল জেলার মুলাদি চরকালেখার বাসিন্দা। তাঁর পাসপোর্ট নম্বর বি জে ০৫৫৮৫০৩।

জানা গেছে, বেসরকারি লাবিব হজ ওভারসিজ নামক এজেন্সির মাধ্যমে গত ১৮ জুলাই সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (এসবি ৮০৯) যোগে সৌদি আরব যান আবদুল খালেক। 

আরো জানা গেছে, নিহত আবদুল খালেকসহ পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মোট ১৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।  তন্মধ্যে মক্কায় ১০ জন, মদিনায় ২ জন এবং জেদ্দায় ১ জন মারা যান। এদের মধ্যে ১১ জন পুরুষ ও দুজন নারী।

মন্তব্যসাতদিনের সেরা