kalerkantho

সোমবার । ২৬ আগস্ট ২০১৯। ১১ ভাদ্র ১৪২৬। ২৪ জিলহজ ১৪৪০

কাঁঠালবাগানে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

কালের কণ্ঠ অনলাইন   

২০ জুলাই, ২০১৯ ০৮:৫৫ | পড়া যাবে ১ মিনিটেকাঁঠালবাগানে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

ফাইল ফটো

রাজধানীর কাঁঠালবাগানে এফ হক টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ শনিবার ভোর ৫টা ৫৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ।

আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে এসব বিষয় জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।

মন্তব্যসাতদিনের সেরা