kalerkantho

রবিবার। ১৮ আগস্ট ২০১৯। ৩ ভাদ্র ১৪২৬। ১৬ জিলহজ ১৪৪০

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক বিকেলে

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জুলাই, ২০১৯ ০৯:৪৩ | পড়া যাবে ১ মিনিটেবিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক বিকেলে

দেশের চলমান পরিস্থিতিকে সামনে রেখে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। আজ শুক্রবার (১৯ জুলাই) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশ সফল করার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি ছাত্রদলের চলমান সংকট নিরসনের বিষয়েও কথা হবে। গতকাল বৃহস্পতিবার বরিশালে অনুষ্ঠিত হয়েছে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশের প্রথমটি। ২০ জুলাই দ্বিতীয়টি চট্টগ্রামে এবং খুলনায় সমাবেশ করা হবে ২৫ জুলাই।

স্থায়ী কমিটির বৈঠকে বরিশাল বিভাগের সমাবেশ নিয়ে পর্যালোচনা এবং অন্যান্য বিভাগের সমাবেশ সফল করতে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হবে। এ ছাড়া সব বিভাগের সমাবেশ করার পর ঢাকায় একটি বড় সমাবেশ করার বিষয়েও আলোচনা হতে পারে। খালেদা জিয়ার জামিনের বিষয়ে আইনি প্রক্রিয়া ও অগ্রগতির বিষয়টিও বৈঠকে উঠে আসবে বলে সূত্র জানায়। 

মন্তব্যসাতদিনের সেরা