kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

১০০ মুক্তিযোদ্ধাকে বিনামূল্যে চিকিৎসা দেবে ভারত

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জুলাই, ২০১৯ ১৫:০৫ | পড়া যাবে ১ মিনিটে১০০ মুক্তিযোদ্ধাকে বিনামূল্যে চিকিৎসা দেবে ভারত

নতুন একটি প্রকল্পের আওতায় প্রতি বছর ১০০ জন মুক্তিযোদ্ধাকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেবে ভারত সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

‘মুক্তিযোদ্ধা চিকিৎসাসেবা প্রকল্প’-এর আওতায় মুক্তিযোদ্ধাদের এ সেবা দেয়া হবে। ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে বাংলাদেশের সব জেলা থেকে অসুস্থ মুক্তিযোদ্ধাদের বাছাই করবে। এ বছরই ১০০ জন মুক্তিযোদ্ধাকে নির্বাচিত করে এই চিকিৎসা সেবা দেয়া হবে।

ভারতীয় সশস্ত্র বাহিনীর হাসপাতালগুলোতে এই চিকিৎসাসেবা দেয়া হবে বলে জানা গেছে। আবেদনকারীদের ওয়েবসাইট দেখে নির্ধারিত ফরমে ২২ আগস্টের মধ্যে নিজ নিজ জেলার সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে।

এ বিষয়ক একটি বিজ্ঞাপন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এবং ১৬ জুলাই স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা