kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

আজ সংবাদ সম্মেলনে আসছেন জিএম কাদের

কালের কণ্ঠ অনলাইন   

১৮ জুলাই, ২০১৯ ১০:৩০ | পড়া যাবে ১ মিনিটেআজ সংবাদ সম্মেলনে আসছেন জিএম কাদের

প্রয়াত জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর প্রথমবারে মতো সংবাদ সম্মেলনে আসছেন জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

আজ বৃহস্পতিবার দুপুর একটায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে এই সংবাদ সম্মেলন হবে বলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে এ সংবাদ সম্মেলন হবে।

জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর সংকটের মুখে থাকা দলটিতে এটাই তাঁর ভাই জিএম কাদেরের প্রথম সংবাদ সম্মেলন। দলকে ঢেলে সাজাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

মন্তব্যসাতদিনের সেরা