kalerkantho

মঙ্গলবার । ২৭ শ্রাবণ ১৪২৭। ১১ আগস্ট ২০২০ । ২০ জিলহজ ১৪৪১

সংগঠন ইয়ুথ ক্লাব অব বাংলাদেশের আয়োজন

সমৃদ্ধ বাংলাদেশ গঠনে 'ন্যাশনাল পিস কার্নিভাল ২০১৯'

কালের কণ্ঠ অনলাইন   

১৭ জুলাই, ২০১৯ ২১:০৫ | পড়া যাবে ২ মিনিটেসমৃদ্ধ বাংলাদেশ গঠনে 'ন্যাশনাল পিস কার্নিভাল ২০১৯'

তরুণদের মধ্যে সামাজিক সমস্যা মোকাবেলা, সমাজকে সঠিক পথে এগিয়ে নেওয়া এবং বিভিন্ন কল্যাণকর কাজ করার মাধ্যমে দেশকে শান্তি ও সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে। তাই প্রথমেই তরুণদের দক্ষতা বাড়াতে হবে। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তরুণ প্রজন্মকে আরো এক ধাপ এগিয়ে নিতে ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ এর উদ্যোগে আগামী ১৯ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ন্যাশনাল পিস কার্নিভাল ২০১৯'।

রাজধানীর জাতীয় মহিলা পরিষদের বেগম ফজিলাতুন্নেছা মুজিব অডিটোরিয়াম কার্নিভাল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র সাঈদ খোকন।

কার্নিভালে অতিথি হিসেবে থাকবেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর খন্দকার রেজওয়ানুল করিম, আলোকিত বাংলাদেশের সম্পাদক আলি রেজা, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. ফারাহানাজ ফিরোজ, সিমুডের সিইও ড. মো. জাহিদুর রাসিদ সুমন, সেভ দা চিলড্রেনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, কালের কণ্ঠের ফিচার এডিটর মোহাম্মদ খান, দা হাংগার প্রোজেক্ট বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর নাসিমা আক্তার জলি, ওমেন ই কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা, বাংলাদেশ পুলিশের এডিশনাল ডেপুটি কমিশনার মাহমুদা আফরোজ লাকি, স্মার্ট টেকনোলজিস বিডি লি. এর পরিচালক ( চ্যানেল সেলস) মুজাহিদ আল বিরুনী সুজন প্রমূখ।

১৬-৩৫ বছর বয়সী যেকোনো তরুণই রেজিস্ট্রেশন এর মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে কার্নিভালে। এতে থাকবে ইন্টারজেনারেশনাল আলোচনা, একই চিন্তাভাবনার তরুণ ও সংস্থার সাথে দেখা করার সুযোগ, পিস এডুকেশন ও নেতৃত্বমূলক গুণাবলি বৃদ্ধি, কার্নিভাল গুডিজ ও সার্টিফিকেট, প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ, বাংলাদেশ পিস এম্বাসেডর নেটওয়ার্ক এবং ইয়ুথ ইনফরমেশন সেন্টার ও লাইব্রেরির সদস্য হওয়ার সুযোগ, ইয়ুথ ক্লাব অব বাংলাদেশের ভলান্টিয়ার হওয়ার সুযোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠাএন রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে ২০০ টাকা।

মন্তব্যসাতদিনের সেরা