kalerkantho

মঙ্গলবার। ২০ আগস্ট ২০১৯। ৫ ভাদ্র ১৪২৬। ১৮ জিলহজ ১৪৪০

পুরান ঢাকায় ভবন ধস : ধ্বংসস্তূপ থেকে একজনের লাশ উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

১৭ জুলাই, ২০১৯ ২১:০০ | পড়া যাবে ১ মিনিটেপুরান ঢাকায় ভবন ধস : ধ্বংসস্তূপ থেকে একজনের লাশ উদ্ধার

পুরান ঢাকার পাটুয়াটুলীতে জরাজীর্ণ একটি ভবন ধসের ঘটনার পর ধ্বংসস্তূপের ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে মরদেহটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার রাসেল সিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ধ্বংসস্তূপের ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

এর আগে বুধবার দুপুরে ভবনটি ধসে পড়ে। খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের একটি ইউনিট যায়। পরে দুজন নিখোঁজ থাকায় তাদেরকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের অন্তত অর্ধশতাধিক কর্মী কাজ করে।

মন্তব্যসাতদিনের সেরা