kalerkantho

মঙ্গলবার । ২৭ শ্রাবণ ১৪২৭। ১১ আগস্ট ২০২০ । ২০ জিলহজ ১৪৪১

ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়ে শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা

কালের কণ্ঠ অনলাইন   

১৭ জুলাই, ২০১৯ ১৬:০৬ | পড়া যাবে ১ মিনিটেক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়ে শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাতটি কলেজকে অধিভুক্তি থেকে বাদ দেওয়ার দাবিতে শাহবাগে সড়ক আবরোধকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি তুলে নিয়েছেন।

আজ বুধবার দুপুর ২টার পর তারা ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়ে শাহবাগ থেকে সরে যান।

আন্দোলনকারীদের মুখপাত্র শাকিল মিয়া জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় তারা টিএসসিতে ফের অবস্থান কর্মসূচি পালন করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন এবং বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।

এর আগে বুধবার দুপুর ১২টায় শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি থেকে সরকারি সাত কলেজকে বাদ দেওয়ার দাবিতে তারা বিক্ষোভ করেন। এর ফলে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। সরেজমিনে দেখা যায়, শাহবাগের সড়ক অবরোধ করায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

এদিকে আন্দোলনকারীরা শাহবাগ সড়ক ছাড়লে যান চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্যসাতদিনের সেরা