kalerkantho

সোমবার। ১৯ আগস্ট ২০১৯। ৪ ভাদ্র ১৪২৬। ১৭ জিলহজ ১৪৪০

কুয়ালালামপুরে ঘোষণা

খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

কূটনৈতিক প্রতিবেদক    

১৬ জুলাই, ২০১৯ ০৯:৩০ | পড়া যাবে ১ মিনিটেখুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

ফাইল ছবি

আগামী মাসের মধ্যেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারান। গতকাল সোমবার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এর আগে গত ৭ জুলাই ঢাকায় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আবদুল্লাহর সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুুল মোমেনও আগামী মাসে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য আবারও খুলে যাবে বলে আশা প্রকাশ করেছিলেন।

এম কুলাসেগারান বলেন, ‘বাংলাদেশ থেকে শ্রমিক সরবরাহ শুরু করতে আমরা আগামী এক-দুই মাসের মধ্যে নিষেধাজ্ঞার বিষয়টি পর্যালোচনা শেষ করতে পারব। এটি এখন চূড়ান্ত পর্যায়ে আছে।’

জানা যায়, মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামা গতকাল সন্ধ্যায় ওই দেশটির মানবসম্পদমন্ত্রীর বরাত দিয়ে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খোলার সম্ভাবনার প্রতিবেদন প্রকাশ করে।

মন্তব্যসাতদিনের সেরা