kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

রাষ্ট্রদূত পদে পরিবর্তন আসছে বেইজিং, ব্রাসেলসে

কূটনৈতিক প্রতিবেদক    

১৬ জুলাই, ২০১৯ ০৮:৪৮ | পড়া যাবে ১ মিনিটেরাষ্ট্রদূত পদে পরিবর্তন আসছে বেইজিং, ব্রাসেলসে

চীন ও বেলজিয়ামে রাষ্ট্রদূত পদে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, চীনে বর্তমান রাষ্ট্রদূত ফজলুল করিমকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। সেখানে পাঠানো হতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (এশিয়া ও প্যাসিফিক) মাহবুব উজ জামানকে। অন্যদিকে, বেলজিয়ামে রাষ্ট্রদূত হিসেবে যেতে পারেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলার) কামরুল আহসান।

সূত্র আরো জানায়, বেলজিয়াম থেকে ফিরিয়ে আনা হবে রাষ্ট্রদূত শাহাদাত হোসেনকে। পররাষ্ট্র সচিব পদে শিগগির পরিবর্তনের এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বর্তমান পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের চুক্তির মেয়াদ বছরের শেষ পর্যন্ত রয়েছে।

জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাণিজ্য ও বিনিয়োগ অনুবিভাগের প্রধান খলিলুর রহমান দীর্ঘ ছুটিতে যাচ্ছেন। ভারতে নিযুক্ত হাইকমিশনার এবং নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে আপাতত কোনো পরিবর্তন আসছে না। 

মন্তব্যসাতদিনের সেরা