kalerkantho

বুধবার । ২৪ আষাঢ় ১৪২৭। ৮ জুলাই ২০২০। ১৬ জিলকদ  ১৪৪১

পার্লামেন্টারি ফোরামের অনুষ্ঠানে যোগ দিতে নিউ ইয়র্কে স্পিকার

নিজস্ব প্রতিবেদক   

১৩ জুলাই, ২০১৯ ০০:৫১ | পড়া যাবে ১ মিনিটেপার্লামেন্টারি ফোরামের অনুষ্ঠানে যোগ দিতে নিউ ইয়র্কে স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ফাইল ছবি

পার্লামেন্টারি ফোরামের অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। স্পিকারের নেতৃত্বে ওই প্রতিনিধি দলে আছেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. জাফর আহমেদ খান।

গতকাল শুক্রবার সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আরো বলা হয়েছে, স্পিকার পার্লামেন্টারি ফোরাম এ্যাট দ্য-২০১৯ হাই লেভেল পলিটিক্যাল ফোরাম অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট এন্ড রিলেটেড মিটিংয়ে অংশ নিবেন। ১৫ জুলাই ‘গ্রোয়িং ইনিকোয়ালিটিস এন্ড ডিস্ট্রাস্ট ইন গভর্নমেন্ট : ব্রেকিং দ্য সাইকেল’ শীর্ষক সেশনে নির্ধারিত আলোচক হিসেবে অংশ নিবেন।

এ ছাড়াও তিনি বিভিন্ন কর্মসূচিতে যোগ দিবেন। পার্লামেন্টারি ফোরাম মিটিং এবং সাইড ইভেন্ট ও ওয়ার্কশপসমূহ ১৩ থেকে ১৮ জুলাই নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে।

মন্তব্যসাতদিনের সেরা