kalerkantho

শুক্রবার । ২৩ আগস্ট ২০১৯। ৮ ভাদ্র ১৪২৬। ২১ জিলহজ ১৪৪০

নটরডেম কলেজের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

২৭ জুন, ২০১৯ ০৩:৩৯ | পড়া যাবে ১ মিনিটেনটরডেম কলেজের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর মতিঝিলের আরামবাগে ভবন থেকে পড়ে গুলজার হোসেন প্রামাণিক (৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন হাসান।
 
তাদের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামে। তিনি নর্দা হারেজ সড়কে থাকতেন।
 
নিহতের ছেলে সম্রাট হাসান জানান, তার বাবা রাজমিস্ত্রির কাজ করেন। নটরডেম কলেজের পাঁচ তলার পাশে মাচাং বেঁধে কাজ করার সময় মাচাং ভেঙে নিচে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে কাকরাইল ইসলামিয়া ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা