kalerkantho

শনিবার । ২৪ আগস্ট ২০১৯। ৯ ভাদ্র ১৪২৬। ২২ জিলহজ ১৪৪০

জি এম কাদের বললেন

জাতীয় পার্টি এক সময় জোটের নেতৃত্ব দেবে

নিজস্ব প্রতিবেদক   

২৭ জুন, ২০১৯ ০২:৪৯ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় পার্টি এক সময় জোটের নেতৃত্ব দেবে

জি এম কাদের। ফাইল ছবি

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগ-বিএনপির বাইরে একমাত্র জাতীয় পার্টির স্বকীয় রাজনীতি আছে। দেশে এখন জোটের রাজনীতি চলছে। আওয়ামী লীগের নেতৃত্বে জোট আছে, বিএনপির নেতৃত্বে জোট আছে। একদিন জাতীয় পার্টিও জোটের নেতৃত্ব দেবে।
 
গতকাল বুধবার দুপুরে মতিঝিলের এজিবি কলোনী মিলানায়তনে জাতীয় পার্টির সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। 
 
জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টিতে মনোনয়ন বিক্রির কথা উঠেছে। আপনাদের কথা দিতে পারি, দলে আর কোনো দিন এ ধরনের কথা উঠবে না। কাউকে এমন সুযোগ দেওয়া হবে না।’ তিনি আরো বলেন, ‘অনেকেই প্রশ্ন করেন—এরশাদ না থাকলে জাপা থাকবে কি না। এর উত্তর হলো, এরশাদের দেখানো পথেই জাপা টিকে থাকবে, আরো শক্তিশালী হবে।’ 
 
জি এম কাদেরের সভাপতিত্বে সভায় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিল।

মন্তব্যসাতদিনের সেরা