kalerkantho

শনিবার । ১৪ ডিসেম্বর ২০১৯। ২৯ অগ্রহায়ণ ১৪২৬। ১৬ রবিউস সানি               

তরুণরাই উন্নত বাংলাদেশ রচনা করবে : তথ্যমন্ত্রী

কালের কণ্ঠ অনলাইন   

২৫ জুন, ২০১৯ ২০:৪৫ | পড়া যাবে ২ মিনিটেতরুণরাই উন্নত বাংলাদেশ রচনা করবে : তথ্যমন্ত্রী

ছবি : পিআইডি

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তরুণরাই হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। এরাই উন্নত বাংলাদেশ রচনা করবে। আমরা এমন একটি প্রজন্ম চাই যারা হবে মেধাবী এবং তাদের মধ্যে থাকবে দেশাত্মবোধ, মমত্ববোধ ও মূল্যবোধ। তা হলেই তারা স্বপ্নের ঠিকানা অতিক্রম করতে পারবে।

আজ মঙ্গলবার বিকেলে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, তৃতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও তৃতীয় জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

আগারগাঁও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাদুঘরের পরিচালক মো. নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইতি রাণী পোদ্দার।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ তরুণদেরকে স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে বলেন, স্বপ্নের ঠিকানায় পৌঁছতে হলে নিরন্তর প্রচেষ্টা থাকতে হবে। এই প্রচেষ্টার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করে তুলতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ এখন অদম্য গতিতে এগিয়ে চলছে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। বর্তমানে শিল্পে আমাদের অবদান প্রায় ৩৭ শতাংশ। আশা করা হচ্ছে, বাংলাদেশ কিছু দিনের মধ্যে শিল্পোন্নত দেশে পরিণত হবে। ইতোমধ্যে বাংলাদেশ বিশ্ববাসীর কাছে বিভিন্ন ক্ষেত্রে রোল মডেল হিসেবে স্বীকৃত।

তথ্যমন্ত্রী ধৈর্য ধরে বিজ্ঞানের চর্চায় তরুণদের সহযোগিতা করার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

মন্তব্যসাতদিনের সেরা