kalerkantho

বুধবার । ২১ শ্রাবণ ১৪২৭। ৫ আগস্ট  ২০২০। ১৪ জিলহজ ১৪৪১

মিরপুরে পানির ট্যাংকে বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ

কালের কণ্ঠ অনলাইন   

২৫ জুন, ২০১৯ ১৬:০৫ | পড়া যাবে ১ মিনিটেমিরপুরে পানির ট্যাংকে বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ

রাজধানীর মিরপুরের একটি বাড়িতে পানির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ দুজন হলেন শারীরিক প্রতিবন্ধী ইউসুফ ও মো. মাজগর উল্লাহ।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মিরপুর ১১ নম্বরের সবুজ-বাংলা আবাসিক এলাকার ব্লক-সির একটি টিনশেড বাড়িতে বৈদ্যুতিক বাতি দিয়ে পানির রিজার্ভ ট্যাংক পরিষ্কারের জন্য ইউসুফ আর তিনি ভেতরে নেমেন। কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তারা দগ্ধ হন।

ঢামেকের জরুরি বিভাগের সূত্র জানায়, দগ্ধ দুজনের শরীরের বিভিন্ন স্থানে পুড়ে গেছে। তবে ইউসুফের শরীর বেশি পুড়েছে।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, দগ্ধ দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তারা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি আছেন।

মন্তব্যসাতদিনের সেরা