kalerkantho

শুক্রবার । ৩০ শ্রাবণ ১৪২৭। ১৪ আগস্ট ২০২০ । ২৩ জিলহজ ১৪৪১

বিএনপির সাবেক উপমন্ত্রী দুলুকে দুদকের জিজ্ঞাসাবাদ

হায়দার আলী   

২৪ জুন, ২০১৯ ১৪:০০ | পড়া যাবে ১ মিনিটেবিএনপির সাবেক উপমন্ত্রী দুলুকে দুদকের জিজ্ঞাসাবাদ

ফাইল ফটো

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে বিএনপির সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন-দুদক। দুলু লালমনিরহাট ৩ আসনের বিএনপির সংসদ সদস্য ছিলেন।

সোমবার দুদকের প্রধান কার্যালয়ে বেলা ১১টা থেকে অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপ-সহকারী পরিচালক শাহজাহান মিরাজ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, আসাদুল হাবিব দুলু বিএনপি আমলে লালমনিরহাট ও রংপুর অঞ্চলের টেন্ডারবাজি এবং ব্যবসায়ীদের নিকট হতে চাঁদা আদায় করে অবৈধ সম্পদের মালিক হয়েছেন। এ অভিযোগ প্রাথমিক যাচাই করে পরে অনুসন্ধানের জন্য আমলে নেয় দুদক।

মন্তব্যসাতদিনের সেরা