kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুক্রবার সকালে গণযোগাভ্যাস

কূটনৈতিক প্রতিবেদক   

২০ জুন, ২০১৯ ২০:৩৪ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গবন্ধু স্টেডিয়ামে শুক্রবার সকালে গণযোগাভ্যাস

ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামীকাল শুক্রবার সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত যোগ প্রদর্শন ও গণযোগাভ্যাস অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন ওই অনুষ্ঠান আয়োজন করেছে। 

হাইকমিশন জানায়, অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। সকল অংশগ্রহণকারী বিনামূল্যে (আগে আসলে আগে পাবেন ভিত্তিতে) যোগ ম্যাট, টি-শার্ট এবং পানির বোতল পাবেন। ২০১৫ সাল থেকে বাংলাদেশে আন্তর্জাতিক যোগ দিবস বড় আকারে পালিত হয়ে আসছে। গত বছর ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রায় ১০ হাজার যোগাভ্যাসকারীর সমাগম হয়েছিল।  

২০১৪ সালের ১১ ডিসেম্বর জাতিসংঘ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা দেয়। দিবসটি পালন করতে ভারতের এই প্রস্তাবকে বাংলাদেশসহ বিশ্বের ১৭৫টি রাষ্ট্র সমর্থন করে। জাতিসংঘের কোনো প্রস্তাবে এটিই সর্বোচ্চ সমর্থন। 

হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাসের ভিডিও বার্তা 

মন্তব্যসাতদিনের সেরা