kalerkantho

শনিবার । ১৪ ডিসেম্বর ২০১৯। ২৯ অগ্রহায়ণ ১৪২৬। ১৬ রবিউস সানি               

'রাখাইনে বহু বছর ধরে জাতিগত নিপীড়ন চলেছে, জাতিসংঘ দায় এড়াতে পারে না'

কালের কণ্ঠ অনলাইন   

২০ জুন, ২০১৯ ১৪:০৭ | পড়া যাবে ২ মিনিটে'রাখাইনে বহু বছর ধরে জাতিগত নিপীড়ন চলেছে, জাতিসংঘ দায় এড়াতে পারে না'

ফাইল ফটো

রোহিঙ্গা নিপীড়ন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘ কোনোভাবেই রাখাইনের ঘটনার দায় এড়াতে পারে না। তিনি বলেন, মিয়ানমারের রাখাইন প্রদেশে বহু বছর ধরে জাতিগত নিপীড়ন ঘটলেও জাতিসংঘ এ নিয়ে সজাগ ছিল না।

আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিস) মিলনায়তনে ‘জেনেভা কনভেনশনের ৭০ বছর পূর্তি: আন্তর্জাতিক মানবাধিকার আইন ও আজকের মানবিক বিশ্ব’ সেমিনারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

সেমিনারটি যৌথভাবে আয়োজন করে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) ও ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব)। সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে মানবতা লঙ্ঘন যেন না হতে পারে, সে জন্যই জেনেভা কনভেনশন হয়েছিল। সিরিয়া, সুদান, ইয়েমেনসহ বিশ্বের নানা স্থানে যুদ্ধ চলছে। সেখানে মানবতা লঙ্ঘিত হচ্ছে। মিয়ানমারের রাখাইনেও মানবতা লঙ্ঘিত হচ্ছে। তবে বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বক্তব্য রাখেন আইসিআরসির বাংলাদেশ হেড অব ডেলিগেশন ইখতিয়ার আসলনভ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ফিরোজ সালাহউদ্দিন, ডিকাব সভাপতি রাহীদ এজাজ, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব প্রমুখ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাখাইনে দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের ঘটনা ঘটলেও তারা গোপন করেছে। এর দায় তাদেরও নিতে হবে।

মন্তব্যসাতদিনের সেরা