kalerkantho

শুক্রবার । ২৩ শ্রাবণ ১৪২৭। ৭ আগস্ট  ২০২০। ১৬ জিলহজ ১৪৪১

শিশুটি বলছে তার নাম মীম, বাড়ি সোনাপুর ... আর কিছু জানে না

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জুন, ২০১৯ ২০:২৮ | পড়া যাবে ১ মিনিটেশিশুটি বলছে তার নাম মীম, বাড়ি সোনাপুর ... আর কিছু জানে না

আনুমানিক ৮/৯ বছরের এক শিশু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ও অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলনের চট্টগ্রামের বাড়িতে গিয়ে উঠেছে। শিশু তার নাম বলছে মীম। বাড়ি বলছে নোয়াখালীর সোনাপুর। আর কিছু বলতে পারছে না।

আজ বুধবার রাত ৮টার দিকে মাহবুব কবির মিলন শিশুর একটি ছবি তার ফেসবুকে শেয়ার দিয়ে এ তথ্য জানান। তিনি লেখেন, 'এই বাচ্চাটি চট্টগ্রামে আমাদের বাসায় গিয়ে উঠেছে। ঠিকানা বিস্তারিত বলতে পারে না। নাম বলছে মীম। বলছে বাড়ি সোনাপুর, নোয়াখালী। সোনাপুর আছে কি না, বা কোন উপজেলা বলতে পারবেন কেউ? বিপদে পড়লাম মনে হচ্ছে। গায়ের জামা কি স্কুল ড্রেস কিনা জানি না। সাহায্য চাচ্ছি।'

মন্তব্যসাতদিনের সেরা