kalerkantho

রবিবার । ২১ জুলাই ২০১৯। ৬ শ্রাবণ ১৪২৬। ১৭ জিলকদ ১৪৪০

ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালককে স্বেচ্ছায় অব্যাহতি নেয়ার অনুরোধ

কালের কণ্ঠ অনলাইন   

১৭ জুন, ২০১৯ ২০:৫৭ | পড়া যাবে ১ মিনিটেইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালককে স্বেচ্ছায় অব্যাহতি নেয়ার অনুরোধ

ইসলামিক ফাউন্ডেশনের ভাবমর্যাদা অক্ষুণ্ন রাখার স্বার্থে এবং সার্বিক পরিস্থিতি মোকাবেলায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালকে স্বেচ্ছায় অব্যাহতি নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

আজ সোমবার ইসলামিক ফাউন্ডেশন পরিচালক/প্রকল্প পরিচালকদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। 

সংস্থার পরিচালকগণ মনে করেন যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সম্পর্ক, এখানকার কর্মকর্তা কর্মচারীদের সৃষ্ট অচলাবস্থা এবং মহাপরিচালকের শারীরিক অবস্থা বিবেচনা করে মহাপরিচালকে স্বেচ্ছায় অব্যাহতি নেয়ার জন্য অনুরোধ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক কালের কণ্ঠকে বলেন, আগামীকাল থেকে মহাপরিচালকে আর অফিসে ঢুকতে দেয়া হবে না।

মন্তব্যসাতদিনের সেরা