kalerkantho

সোমবার । ২২ আষাঢ় ১৪২৭। ৬ জুলাই ২০২০। ১৪ জিলকদ  ১৪৪১

যুগ্ম সচিব হলেন ১৩৬ কর্মকর্তা

কালের কণ্ঠ অনলাইন   

১৬ জুন, ২০১৯ ১৫:৫৩ | পড়া যাবে ১ মিনিটেযুগ্ম সচিব হলেন ১৩৬ কর্মকর্তা

প্রশাসনের ১৩৬ জন উপ-সচিব ও সমমর্যাদার কর্মকর্তাকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশে এই কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে রেওয়াজ অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

এদিকে যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন ১২ জন জেলা প্রশাসক। আলাদা আদেশে তাদের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। অন্য এক আদেশে পদোন্নতির আগে যে জেলার ডিসির দায়িত্বে ছিলেন তাকে ওই জেলায় ইনসিটু পদায়ন করা হয়েছে।

গত বছরের ২১ ফেব্রুয়ারি ৩৯১ জনকে যুগ্ম-সচিব এবং গত ২৯ আগস্ট ১৫৪ জনকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয় সরকার।

মন্তব্যসাতদিনের সেরা