kalerkantho

বুধবার । ২৮ শ্রাবণ ১৪২৭। ১২ আগস্ট ২০২০ । ২১ জিলহজ ১৪৪১

আগামীকাল শুরু হচ্ছে জাতীয় ফল প্রদর্শনী

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জুন, ২০১৯ ১৮:৪২ | পড়া যাবে ১ মিনিটেআগামীকাল শুরু হচ্ছে জাতীয় ফল প্রদর্শনী

ফাইল ফটো

রাজধানীর ফার্মগেটে আগামীকাল রবিবার শুরু হচ্ছে জাতীয় ফল প্রদর্শনী। জাতীয় ফল প্রদর্শনী ১৮ জুন পর্যন্ত চলবে।

আগামীকাল রবিবার সকাল ১০টায় রাজধানীর ফার্মগেটের আ.কা.মু. গিয়াস উদ্দিন মিলকী অডিটোরিয়ামে বৃক্ষ রোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনীর উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।

কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সকাল সাড়ে ১০টায় বৃক্ষ রোপণ ও ফল চাষের ওপর সেমিনার হবে। কৃষিমন্ত্রী সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ২০১৯ ও জাতীয় ফল প্রদর্শনীর এবারের মূল প্রতিপাদ্য বিষয় ‘পরিকল্পিত ফল চাষ জোগাবে পুষ্টিসম্মত খাবার।’

বাংলাদেশের প্রায় সব ফলই স্থান পাবে এ মেলায়। জাতীয় ফল প্রদর্শনী ১৮ জুন পর্যন্ত চলবে এবং ফলদ বৃক্ষ রোপণ পক্ষ চলবে ৩০ জুন পর্যন্ত।

মন্তব্যসাতদিনের সেরা