kalerkantho

মঙ্গলবার । ২৩ জুলাই ২০১৯। ৮ শ্রাবণ ১৪২৬। ১৯ জিলকদ ১৪৪০

বর্ষাকালের প্রথমদিনেই স্বস্তির বৃষ্টি

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জুন, ২০১৯ ১২:১৪ | পড়া যাবে ১ মিনিটেবর্ষাকালের প্রথমদিনেই স্বস্তির বৃষ্টি

ফাইল ছবি

আজ শনিবার থেকে বাংলা বর্ষপঞ্জিতে শুরু হলো বর্ষাকাল। আর এই বর্ষাকালের প্রথমদিনেই আকাশ কালো মেঘে ঢাকা পড়েছে। এর ফলে আজ সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। আর এই বৃষ্টিতে কিছুটা স্বস্তির পরশ নেমে আসে কয়েকদিনের তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবনে।

আজ সকালের বৈরী আবহাওয়া সম্পর্কে আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, পশ্চিমা লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাব বিদ্যমান। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। রাজধানীতে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১ মি.মি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। 

তিনি আরো জানান, বৃষ্টির সঙ্গে প্রায় ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যায়।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

 

মন্তব্যসাতদিনের সেরা