kalerkantho

বুধবার । ২৯ জানুয়ারি ২০২০। ১৫ মাঘ ১৪২৬। ৩ জমাদিউস সানি ১৪৪১     

ঈদে ঘরে ফেরা নিরাপদ করতে সর্বাত্মক ব্যবস্থা র‍্যাবের

নিজস্ব প্রতিবেদক   

২৭ মে, ২০১৯ ০৩:২৬ | পড়া যাবে ১ মিনিটেঈদে ঘরে ফেরা নিরাপদ করতে সর্বাত্মক ব্যবস্থা র‍্যাবের

ঈদুল ফিতর উপলক্ষে মানুষের ঘরে ফেরা আনন্দঘন ও নিরাপদ করতে সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‍্যাব)। ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরে আসা পর্যন্ত এ ব্যবস্থা অব্যাহত রাখার কথাও জানান র‍্যাব ৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান।

রবিবার রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঈদ উপলক্ষে নেওয়া নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন।

এমরানুল হাসান জানান, ঈদ উপলক্ষে বিপুল সংখ্যক নগরবাসী রেলপথে বাড়ি ফিরবেন। কমলাপুর থেকে মানুষের ঘরে ফেরা এবং নিরাপদে ফিরে আসা নিশ্চিত করার জন্য র‍্যাব-৩ তৎপর রয়েছে। এ নিরাপত্তা ব্যবস্থা শুধুমাত্র চেকপোস্টে সীমাবদ্ধ থাকবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিবারের মতো এবারও র‍্যাবের স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত করা হয়েছে। কমলাপুর রেলস্টেশনে টিকিট কালোবাজারি বন্ধ এবং টিকিট বিক্রির সময় বিড়ম্বনা এড়াতেও তত্পর থাকবে র‍্যাব-৩।

মন্তব্যসাতদিনের সেরা