kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

খুনিদের শাস্তির দাবিতে রাস্তায় শিশুপুত্র

ডা. প্রিয়াঙ্কার অস্বাভাবিক মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি    

১৯ মে, ২০১৯ ১০:২৬ | পড়া যাবে ১ মিনিটেখুনিদের শাস্তির দাবিতে রাস্তায় শিশুপুত্র

ব্যানারে মায়ের কোলে যে শিশুকে দেখা যাচ্ছে সে নানার কোলে মানববন্ধনে। ছবিটি গতকাল সুনামগঞ্জের আলফাত স্কয়ারের। ছবি : কালের কণ্ঠ

তিন বছরের কাব্য দেব। চারদিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। তার মা ডা. প্রিয়াঙ্কা তালুকদার শান্তা গত রবিবার অস্বাভাবিকভাবে মারা গেছেন। বারবার ভাঙা ভাঙা শব্দে মায়ের খোঁজ করছে কাব্য। তার নানা-নানি মিথ্যে সান্ত্বনা দিচ্ছে তাকে। গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জ আলফাত স্কয়ারে তার মায়ের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে নানা ঋষিকেশ তালুকদারের কোলে চড়ে এসেছিল কাব্য। এ সময় তার নানার চোখ দিয়ে অবিরাম পানি ঝরছিল। এ ঘটনা প্রত্যক্ষ করে মানববন্ধনে অংশগ্রহণকারীদের চোখও ছিল অশ্রুসজল।

নাগরিক সমাজ ও ডা. প্রিয়াঙ্কার সহপাঠীদের আয়োজিত মানববন্ধনে শিক্ষক, আইনজীবী, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। তাঁরা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মন্তব্যসাতদিনের সেরা