kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

পুলিশের শীর্ষ ছয় পদে রদবদল

কালের কণ্ঠ অনলাইন   

১৬ মে, ২০১৯ ২১:১৮ | পড়া যাবে ১ মিনিটেপুলিশের শীর্ষ ছয় পদে রদবদল

পুলিশের শীর্ষ পর্যায়ের ছয় পদে রদবদল হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি পদে দায়িত্ব পেয়েছেন হাবিবুর রহমান।

মুক্তিযুদ্ধের ভুয়া সনদ দিয়ে ভাতা নেওয়ায় সম্প্রতি বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানো হয় অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান শেখ হিমায়েত হোসেন মিয়াকে।

তিনি অবসরে যাওয়ায় ফাঁকা হওয়া সিআইডি প্রধানের দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে শফিকুলের সঙ্গে ডিআইজি পদমর্যাদার পাঁচজন কর্মকর্তার কর্মস্থল পরিবর্তনের কথা জানানো হয়।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি হাবিবুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অতিরিক্ত মহাপরিদর্শকের চলতি দায়িত্বে পুলিশ সদর দপ্তরে আনা হয়েছে।

নৌ পুলিশের প্রধান ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসানকে অতিরিক্ত মহাপরিদর্শকের চলতি দায়িত্বে পুলিশ স্টাফ কলেজের রেক্টর করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের ডিআইজি ব্যারিস্টার মাহবুবুর রহমানকে নৌ পুলিশের প্রধান করা হয়েছে।

এছাড়া পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি তওফিক মাহবুব চৌধুরীকে পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা