kalerkantho

রবিবার । ২৬ মে ২০১৯। ১২ জ্যৈষ্ঠ ১৪২৬। ২০ রমজান ১৪৪০

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

নিজস্ব প্রতিবেদক    

১৬ মে, ২০১৯ ০২:০৭ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত না হলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
 
যথাযোগ্য মর্যাদায় ঈদুল ফিতর উদ্যাপন উপলক্ষে অনুষ্ঠিত আন্ত মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। গতকাল বুধবার দুপুরে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 
 
সভায় রাষ্ট্রপতির কার্যালয়, সুপ্রিম কোর্ট, মন্ত্রিপরিষদ বিভাগ, ধর্ম, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, শিক্ষা, তথ্য, গৃহায়ণ ও গণপূর্ত, সংস্কৃতি, বস্ত্র ও পাট, যুব ও ক্রীড়া এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুত্ বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
 
ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্তব্য