kalerkantho

রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি                    

২১ মে থেকে হজযাত্রীদের প্রশিক্ষণ শুরু

কালের কণ্ঠ অনলাইন   

১৬ মে, ২০১৯ ০১:৪৮ | পড়া যাবে ১ মিনিটে২১ মে থেকে হজযাত্রীদের প্রশিক্ষণ শুরু

ফাইল ছবি

আগামী ২১ মে থেকে শুরু হবে সরকারি-বেসরকারি হজযাত্রী ও হজ গাইডদের জেলাভিত্তিক প্রশিক্ষণ। আগামী ৩০ মে পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মসূচি চল‌বে। প্রতি ব্যা‌চে ৩০০ জন থে‌কে ৫০০ জন হজযাত্রী অংশগ্রহণ কর‌বেন।
 
বুধবার ধর্ম মন্ত্রণাল‌য়ের সি‌নিয়র সহকা‌রী স‌চিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষ‌রিত এক চি‌ঠি‌তে এ তথ্য জানানো হয়।
 
চিঠিতে প্রশিক্ষণ শুরুর আগেই কোন জেলার কোন ভেনু‌তে কতজন প্রশিক্ষণার্থী এবং ব্যয়-বরাদ্দ কত তা ইসলামী ফাই‌ন্ডেশ‌নের প‌রিচালক/উপপ‌রিচালক বরাবর নির্ধা‌রিত ব্যাংক আকাউ‌ন্টে অনলাই‌নে পাঠা‌তে বলা হয়।
 
উল্লেখ্য, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার হজযাত্রীর হজে যাওয়ার কথা রয়েছে। সরকারি ব্যবস্থাপনায় সর্বমোট নিবন্ধিত হয়েছেন ৬ হাজার ৪২৫ জন‌ এবং প্যাকেজ-২-তে চার হাজার ১৬৪ জন নিবন্ধিত হয়েছেন।
 
ইতিমধ্যেই বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। এ পর্যন্ত নিবন্ধিত হয়েছেন এক লাখ ১৫ হাজার ৪১০ জন। গাইড ও মোনা‌জ্জে‌মের সংখ্যা চার হাজার ৫৮৮ জন।

মন্তব্যসাতদিনের সেরা