kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

পররাষ্ট্রমন্ত্রীকে ফের আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের

কূটনৈতিক প্রতিবেদক   

২৬ এপ্রিল, ২০১৯ ০৪:২০ | পড়া যাবে ১ মিনিটেপররাষ্ট্রমন্ত্রীকে ফের আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর আমন্ত্রণে দু’ সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র সফর করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। আবারো তাকে সফরের আমন্ত্রণ পাঠিয়েছেন পম্পেও।

জানা গেছে, আগামী জুলাই মাসে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আয়োজিত একটি সম্মেলনে অংশ নিতে ড. মোমেনকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১৬-১৮ জুলাই ওয়াশিংটনে ধর্মীয় স্বাধীনতাবিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলন হওয়ার কথা রয়েছে।

এদিকে ড. মোমেন এ মাসেই দ্বিপক্ষীয় সফরে রাশিয়া যাচ্ছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল চার দিনের সফরে আগামী রবিবার রাশিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তিনি মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে বাংলাদেশ-রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হতে পারে। 

মন্তব্যসাতদিনের সেরা