kalerkantho

নতুন গেজেটভুক্ত ২৭১ কলেজ

সরকারি হারে বেতন নেওয়ার দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

২৬ এপ্রিল, ২০১৯ ০৩:৩৮ | পড়া যাবে ১ মিনিটেসরকারি হারে বেতন নেওয়ার দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

নতুন গেজেটভুক্ত ২৭১টি কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে আগের হারে বেতন নেওয়া হচ্ছে অভিযোগ করে সরকারি হারে বেতন নেওয়ার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাভার সরকারি কলেজের শিক্ষার্থীরা।

গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তিন শতাধিক শিক্ষার্থী। এর ফলে মহাসড়কের দুই পাশে প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন যাত্রসাধারণ।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কলেজ সরকারিকরণের আট মাস পার হলেও এখনো নতুন করে গেজেটভুক্ত হওয়া দেশের ২৭১টি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি হারে শিক্ষার্থীদের কাছ থেকে বেতন নেওয়া হচ্ছে না। ফলে শিক্ষার্থীদের আগের হারেই বেতন পরিশোধ করতে হচ্ছে। এ অবস্থায় অবিলম্বে কলেজগুলোতে সরকারি হাতে বেতন চালুর দাবি জানায় শিক্ষার্থীরা। 

সাভার মডের থানার ওসি এএফএম সায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার পর জানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

মন্তব্য