kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

শিশুটিকে চেনেন?

কালের কণ্ঠ অনলাইন   

২৫ এপ্রিল, ২০১৯ ২০:৪৯ | পড়া যাবে ১ মিনিটেশিশুটিকে চেনেন?

মিম আক্তার নামের ১২ বছর বয়সের একটি হারিয়ে যাওয়া শিশুকে খুঁজে পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাড্ডা থানা পুলিশ। বর্তমানে সে রাজধানীর তেজগাঁওস্থ ডিএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।

সে তার বাব-মার নাম ও বাড়ির ঠিকানা বলতে পারে না। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা-৪ ফুট ৮ ইঞ্চি, তার পরণে ছিল হালকা খয়েরি রংয়ের বাটিকের থ্রি পিস।

আজ বৃহস্পতিবার মিমকে ইবনে সিনা হাসপাতাল, বাড্ডা শাখার সামনে কান্নাকাটি অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন বাড্ডা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। থানা পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সঠিক ঠিকানা বলতে না পারায় নিরাপদ হেফাজতের জন্য ভিকটিম সার্পোট সেন্টারে প্রেরণ করে।

উক্ত ভিকটিমের কোন ঠিকানা কারও জানা থাকলে তেজগাঁওস্থ ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

যোগাযোগের ঠিকানা : ডিউটি অফিসার, মোবাঃ ০১৭৪৫-৭৭৪৪৮৭, ফোন নং-০২৯১১০৮৮৫, উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগ, তেজগাঁও, ঢাকা।

মন্তব্য