kalerkantho

মর্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিড়

কালের কণ্ঠ অনলাইন   

২৫ এপ্রিল, ২০১৯ ১৯:১০ | পড়া যাবে ১ মিনিটেমর্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিড়

রাজধানীর কলেজগেট এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা হক লাবণ্য নিহত হওয়ার পর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের সামনে ভিড় জমিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

পুলিশের শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মেয়েটি মোটরসাইকেল রাইড নিয়েছিল। দুর্ঘটনায় বাইক চালক সুমন আহত হলেও পুলিশ যাওয়ার আগে সে হাসপাতাল থেকে চলে যায়।

তিনি আরও বলেন, নিহত লাবণ্যের পরিবার বর্তমানে মর্গে অবস্থান করছে। প্রথমে তারা ময়নাতদন্ত না করার জন্য পুলিশকে অনুরোধ জানিয়েছিলেন। তবে ময়নাতদন্তের বিষয়টি এখনো সুরাহা হয়নি।

মন্তব্য