kalerkantho

রবিবার । ২৬ মে ২০১৯। ১২ জ্যৈষ্ঠ ১৪২৬। ২০ রমজান ১৪৪০

জায়ানকে নিয়ে কবিতা

'কলম্বোর মাটিতে বাংলাদেশের রক্ত'

কালের কণ্ঠ অনলাইন   

২৩ এপ্রিল, ২০১৯ ১৫:৩৮ | পড়া যাবে ২ মিনিটে'কলম্বোর মাটিতে বাংলাদেশের রক্ত'

শ্রীলঙ্কায় বোমা হামলায় বাংলাদেশের শিশু জায়ানকে হারানোর কষ্ট ছুঁয়ে গেছে কবি গীতিকার  সুজন হাজংকেও। নিহতের পরিবারের সদস্যসহ দেশের অসংখ্য মানুষের মতো তিনিও শোকগ্রস্ত। মেনে নিতে পারেননি শিশুটির এমন করুণ মৃত্যু।

জায়ানকে একটি মর্মস্পর্শী কবিতা লিখেছেন সুজন। কবিতাটি নিচে দেওয়া হলো: 

কলম্বোর মাটিতে বাংলাদেশের রক্ত 

কলম্বোর মাটিতে বাংলাদেশের রক্ত
এই রক্ত আমাদের রাজপুত্র জায়ানের।
জায়ান তোমার রক্তের দাগ শুধু শ্রীলঙ্কার বুক
চিরে নয়, বাংলাদেশের বুক চিরে মিশে থাকুক ইতিহাসে।

আজ তোমার কান্নার কোন রং নেই
মনে হয় পৃথিবীর সব রং লাল।

এখানে সমবেদনার ভাষা জানাতে এসো না কেউ,
এখানে মুছে দিতে এসো না আমাদের দু’চোখ ভরা অশ্রু
এই অশ্রু ঝরুক লাল রক্তের মত
এই অশ্রু ঝরুক অবিরাম, অনন্তকাল।

আজ মৃত্যুর মিছিলে কোন প্রতিবাদের স্লোগান নয়,
কেবল নিস্তব্ধ, নীরবতায় লজ্জায় মাথা
নিচু করে দাঁড়াও পৃথিবী।

দেখো ইতিহাসের পাতা ছিড়ে খেয়ে ফেলেছে খুনি সভ্যতা,
এখানে কোন মানবতা নেই।

নেই কোন অবুঝ শিশু কিংবা বৃদ্ধের জীবনের মূল্য।
যেখানে মসজিদ, মন্দির, গীর্জা কিংবা প্যাগোডায়
প্রার্থনারত অগণিত মানুষের বুকের তাজা রক্ত ঝরে
সেখানে আমরা বর্ণবাদহীন পৃথিবীর স্বপ্ন কী করে দেখব?

সুজন একাধারে কবি, গীতিকার, অনুবাদক, সংগঠক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও গান লিখেছেন তিনি। তাঁর কথায় জাদু রিছিলের সুর ও সুমন কল্যাণ এবং মুসফিক লিটুর সংগীতায়োজনে সার্কভুক্ত ছয়টি দেশের আট শিল্পীকে নিয়ে সম্প্রতি শুরু হয়েছে একটি অ্যালবামের কাজ।

বঙ্গবন্ধুকে নিয়ে রচিত এসব গানে কণ্ঠ দিচ্ছেন বাংলাদেশ থেকে ফাহমিদা নবী ও সুবীর নন্দী, ভারতের নচিকেতা চক্রবর্তী ও শুভমিতা, নেপালের আশরা কুনওয়ার, ভুটানের সাংগে হ্লাদেন শেরিং, শ্রীলঙ্কার ডেভিড এবং মালদ্বীপের শালাবী ইব্রাহীম। 

মন্তব্য