kalerkantho

মঙ্গলবার । ২১ মে ২০১৯। ৭ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৫ রমজান ১৪৪০

শ্রীলঙ্কায় ফেসবুক-টুইটার বন্ধ

কালের কণ্ঠ অনলাইন   

২১ এপ্রিল, ২০১৯ ১৭:৩৫ | পড়া যাবে ১ মিনিটেশ্রীলঙ্কায় ফেসবুক-টুইটার বন্ধ

শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও তিনটি হোটেলে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে আজ। এতে এখন পর্যন্ত ৯০ জন নিহত ও ৫০০ জনের বেশি আহত হয়েছেন। ভয়াবহ বোমা হামলার পর ফেসবুক, টুইটারসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার সরকার।

সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, হামলার পর গির্জাগুলো বিধ্বস্ত। এসব গির্জার ছাদ উড়ে গেছে। রক্তের দাগ গির্জাগুলোর মেঝেজুড়ে। স্থানীয় হাসপাতালগুলো ভরে গেছে আহত মানুষে। সামাজিক মাধ্যমে ভুল খবর যেন ছড়িয়ে না পড়ে সে কারণেই এ ব্যবস্থা নিচ্ছে শ্রীলঙ্কা।

সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করা ছাড়াও আজ সন্ধ্যা ছয়টা থেকে আগামীকাল সকাল ছয়টা পর্যন্ত পুরো দেশে কারফিউ ডেকেছে শ্রীলঙ্কার সরকার। 

মন্তব্য